Tuesday, April 20, 2021

ডক্টর(Doctor)পদবির তাৎপর্য"কারা ডক্টর পদবি ব্যবহার করবেন?

0 comments

 ডক্টর পদবির তাৎপর্য"(Doctors Prefix) 

যদিও আমি ঐ পর্যায়ের কেউ না, তবুও বর্তমান কিছু ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করে আমার শিক্ষাগুরু আর মেধাবী ভাইদের মর্যদার কথা চিন্তা করে এসব কথা লিখতে হচ্ছে। পুরো আলোচনায় থাকছে কারা নামের আগে ডক্টর ব্যবহার করতে পারবেন কারা পারবেন না এবং এদেশে এর অপব্যবহার নিয়ে।


প্রথমে আসি কারা নামের আগে ডক্টর ব্যবহার করতে পারবেন। সোজা কথায় উত্তর দিলে যাদের ডিগ্রির নামের সাথে ডক্টর শব্দটি যুক্ত আছে শুধুমাত্র তারাই নামের সাথে ডক্টর পদবি ব্যবহার করতে পারবেন। দেখা যাক সে ডিগ্রি গুলো কি কি ধরনের হতে পারে। 

১. পোস্ট-গ্রাজুয়েট রিসার্চ ডিগ্রি যে ডিগ্রির নামের সাথে ডক্টর শব্দটি যুক্ত আছে। যার সবচেয়ে কমন উদাহরণ পিএইচ ডি (Doctor of Philosophy)।

২. সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। যেমন ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে দেয়া ডি লিট (Doctor of Letters)  ডিগ্রি। 

৩. বিভিন্ন প্রফেশনালদের গ্রাজুয়েট/ পোস্ট-গ্রাজুয়েট/ রিসার্চ ডিগ্রি যে ডিগ্রির নামের সাথে ডক্টর শব্দটি যুক্ত আছে। যেমন চিকিৎসকদের এম.ডি (Doctor of Medicine), ডি.এস বা ডি.সার্জ (Doctor of Surgery)। ফার্মাসিস্টদের পোস্ট ব্যাচেলরেট ফার্ম.ডি (Doctor of Pharmacy)। আইনজীবীদের জে.ডি (Doctor of Jurisprudence)।

৪. এমন আন্ডারগ্রাজুয়েট ডিগ্রি যার নামের সাথে ডক্টর শব্দটি যুক্ত আছে। যেমনঃ প্রাণী চিকিৎসকদের ডিভিএম (Doctor of Veterinary Medicine), এটি বাংলাদেশেও প্রচলিত আছে। বিভিন্ন দেশে চিকিৎসকদের এমডি (Doctor of Medicine) এবং ফার্মাসিস্টদের ফার্ম.ডি (Doctor of Pharmacy) আন্ডারগ্রাজুয়েট হিসেবে পড়ানো হয়। 

এমন আরো কিছু ডিগ্রির মধ্যে; ডিডিএস (Doctor of Dental Surgery), ডিবিএ (Doctor of Business Administration), ডিএনপি (Doctor of Nursing Practice), এড.ডি (Doctor of Education), ডি.ম্যান (Doctor of Management), ডি.মিউজ (Doctor Music), ডি.ইঞ্জি (Doctor of Engineering), এল.এল.ডি (Doctor of Law), ডিএফএ (Doctor of Fine Arts) সহ এমন আরো অনেক ডিগ্রি যাদের ডিগ্রির নামের সাথে ডক্টর শব্দটি যুক্ত আছে। 


এখন হয়তো মনে প্রশ্ন জেগেছে তাহলে এমবিবিএস আর বিডিএস করা চিকিৎসক আর দন্ত চিকিৎসকগণ কি নামের আগে ডক্টর লিখতে পারবেন না! সোজা কথায় উত্তর "না"। কারন এমবিবিএস (Bachelor of Medicine Bachelor of Surgery), বিডিএস (Bachelor of Dental Surgery) দুটোই ব্যাচেলর ডিগ্রি।  এমবিবিএস/বিডিএস এর সাথে যদি এমএস, এএফসিপিএস, এফআরসিএস, এমআরসিএস, এমআরসিপি, পিজিটি, এমপিএইচ, এম.ফিল এর মতো বড় ডিগ্রি থাকে তাহলেও পারবে না। তবে এম.ডি, ডি.সার্জ/ডি.এস, ডিডিএস, পিএইচডি বা ডক্টরেট করা থাকলে নামের আগে অবশ্যই ডক্টর লিখতে পারবে। 


এবার আসি ফিজিওথেরাপি, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদ চিকিৎসকদের ব্যাপারে; ঐ একই কথা ডিগ্রির নামের সাথে ডক্টর শব্দটি যুক্ত থাকতে হবে। যারা শুধুমাত্র বিইউএমএস, বিএইচএমএস, বিএএমএস, বা বিপিটি নামের ডিগ্রি নিয়েছেন তারা পারবেন না। তবে বিভিন্ন দেশে এদের প্রত্যেক ডিসিপ্লিনের এমডি (Doctor of Medicine), ডিপিটি (Doctor of Physiotherapy), ডক্টরাল রিসার্চ বা ডক্টরেট ডিগ্রির ব্যবস্থা আছে। 


এবার আসি মেডিকেল ফ্যাকাল্টি, মেডিকেল টেকনোলজি, ডেন্টান টেকনোলজি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি, ফার্মেসী বিষয়ে ডিপ্লোমা সহ স্বাস্থ্য বা চিকিৎসা সংশ্লিষ্ট ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা ব্যক্তি দের কথা; এরা আরো আগে পারবে না। ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেই পারছে না, ডিপ্লোমাদের প্রশ্নই আসে না৷ 


এবার আসি এলএমএফ-পল্লি চিকিৎসক, ছয় মাসের ফার্মেসি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা ডিসপেনসার বা ঔষধের দোকানদারের কথায়। চিকিৎসা প্রসঙ্গে আলোচনায় এরা চলে আসলেও এ বিষয়ে আলোচনা করা খুবই হাস্যকর হবে। তাই এদের ব্যপারে আলোচনাটা কেমন হতে পারে একটু কষ্ট করে বুঝে নিয়েন! 


এবার আসি বিএমডিসি নামক একটি পেশাজীবি কাউন্সিলের জারিকৃত আইন; কারা নামের আগে ডক্টর/ডাক্তার লিখতে পারবেন কারা পারবেন না এই বিষয়ে একটি নির্দেশনা দেয়। তাদের এ আইনে অনুযায়ী "শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারী রেজিস্টার্ড চিকিৎসারাই নামে আগে ডক্টর লিখতে পারবেন"। যদিও বিএমডিসি নামক প্রতিষ্ঠান একটি পেশাজীবি কাউন্সিল আইন জারি করা বা শুধুমাত্র ব্যাচেলর ডিগ্রি করা দের নামের আগে ডক্টর লিখতে অনুমতি দেয়ার এরা কেউ না। (আমার কাছে মনে হয়েছে এদের এই আইনের মাধ্যমে ভারতের পশ্চিম উপকূলের সমুদ্র সৈকতে ডক্টরেট ডিগ্রি মুখ থুবড়ে পড়েছে।) আসলেই এদেশের চিকিৎসকদের ধৃষ্টতা অবাক করার মতো।  বিএমডিসি নামের পেশাজীবি কাউন্সিল যদি তাদের ব্যাচেলর ডিগ্রি প্রাপ্তদের নামের সাথে ডক্টর জুড়ে দিতে পারে তাহলে সকল পেশাজীবি কাউন্সিলই তাদের গ্রাজুয়েটদের নামের সাথে ডক্টর পদবি ব্যবহারের অনুমতি দিতে পারে। যদিও হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি সহ অন্যান্যরা তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকায় এই তাদের কে এই ধরনের তথাকথিত আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে বিএমডিসি। এমনকি এর মাধ্যমে তাদের নিয়ন্ত্রণে থাকা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি বা স্যাকমো কমিউনিটি কে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে এই পেশাজীবি কাউন্সিল। তারা আদালতের দারস্থ হলে আদালত এই মনগড়া আইনের স্থগিতাদেশ দেয়। ফলে ডিপ্লোমা চিকিৎসকরাও ডক্টর টাইটেল ব্যবহার অব্যাহত থাকে। তবে বিএমডিসি এই ব্যপারে আইনানুগ ভাবে এগুতে পারেনি কারণ বিষয়টি আসলে  তাদের পক্ষে নেউ চিকিৎসক কমিউনিটির জ্ঞানীগণ এটা ভালো করেই বোঝেন। এতেই প্রমাণিত হয়েছে যে, বিএমডিসির এই নির্দেশনা ভিত্তিহীন বা সহজ ভাষায় ভুয়াও বলা যায়। এমবিবিএস/বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা যে যুক্তিতে ডক্টর পদবি ব্যবহার করবেন ঠিকই একই যুক্তিতে ডিপ্লোমা থেকে এলএমএএফ-সার্টিফিকেট কোর্স সম্পন্নকারী এমন কি রাস্তায় রাস্তায় দাতের চিকিৎসা দেয়া বেদনীরাও নামের আগে ডাক্তার/ডক্টর ব্যবহার করতে পারাটা যুক্তিযুক্ত। কারন তারাও চিকিৎসা দেয়। তবে এই ভিত্তিহীন দাবির ব্যপারে চিকিৎসকগণ খুবই দূর্বল যুক্তি নিয়ে বরাবরই পেশিশক্তি আর চোয়ালের জোর প্রদর্শনের চেষ্টা করেছে। 


আসলে ডক্টর শব্দটির বহুলভাবে ভুল ব্যবহার এধরণের কনফিউশান তৈরির প্রধান কারন। চিকিৎসকদের যে ডাক্তার বা ডক্টর বলা হয় সত্যিকার অর্থে শব্দটি এক্ষেত্রে ভুলভাবে ব্যবহার হয়। এদের ডাক্তার বা ডক্টর না বলে বাংলায় চিকিৎসক ইংরেজিতে ফিজিশিয়ান/সার্জন আর দন্ত চিকিৎসকদের ডেন্টিস্ট বলা যেতে পারে। 


আসলে বাংলায় ডাক্তার শব্দটির উৎপত্তি ইংরেজি ডক্টর থেকেই। ডাক্তার শব্দটি মূলতঃ ইংরেজি ডক্টর (Doctor) শব্দের পরিবর্তিত উচ্চারণ। ইংরেজিতে ডক্টর (Doctor) শব্দটি এসেছে একই বানান এবং উচ্চারণের ল্যাটিন শব্দ ডক্টর (Doctor) থেকে। শব্দটি প্রকৃতপক্ষে ল্যাটিন ক্রিয়াপদ দোচিরি (Docēre) [উচ্চারণটি গুগল ট্রান্সলেট থেকে নেয়া] এর বিশেষ্য রূপ। দোচিরি (Docēre) শব্দটির অর্থ "To Teach" বা শিক্ষা দেওয়া। আবার উইলিয়াম হুইটাকার এর মতে, "ডক্টর এমন শিক্ষায়তনিক উপাধি যা একই রকম বানান এবং একইরকম অর্থ লাতিন শব্দ থেকে উদ্ভূত৷" শব্দটি মূলত লাতিন ক্রিয়া "ডকরে" [dɔˈkeːrɛ] (যার মানে - শেখানোর জন্য') এর একটি অভিজাত বিশেষ্য। আবার ভার্জার জে. (১৯৯৯) বলেন, ডক্টরেট (লাতিন: doceō, lit. অর্থ 'আমি পড়াই') মধ্যযুগীয় ইউরোপে একটি মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়ে পড়ানোর লাইসেন্স হিসাবে উৎপত্তি হয়েছিল।


ব্যুৎপত্তিগত ভাবেই ডক্টর (Doctor) আসলে একটি অ্যাকাডেমিক টাইটেল এবং বর্তমানেও সমগ্র বিশ্বে সেই ব্যবহার প্রচলিত আছে। এর সাথে চিকিৎসক বা চিকিৎসার সম্পর্ক নেই। একাডেমিক টাইটেল হিসেবে ডক্টর শব্দটির যেমন স্ট্রং লজিক আছে, চিকিৎসকদের টাইটেল হিসেবে এর যুক্তি জিরো বললেই চলে। 


ডক্টর বা ডাক্তার টাইটেলের এমন ঢালাও ব্যবহার বন্ধ করা উচিৎ। বিশেষ করে মেডিকেল সেক্টরে এর অপব্যবহারের লাগাম টেনে ধরা উচিৎ। তাদের পেশাজীবি কাউন্সিলের এমন তথাকথিত আইনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা অতিব জরুরি। চিকিৎসকদের টাইটেল হিসেবে ডক্টর/ডাক্তার শব্দটির ব্যবহার নিষিদ্ধ করে একাডেমিক টাইটেল হিসেবে এর সংরক্ষণ করে, যারা এই টাইটেলের প্রকৃত দাবিদার তাদের যথাযথ সম্মান প্রদর্শন এখন গুরুত্বপূর্ণ। 

বিঃদ্রঃ লেখাটি -আবরার ভাই নামে একজন ভাইয়ের থেকে নেওয়া। 



Read more...

Sunday, March 21, 2021

SSC Form fill-up Notice 2021

0 comments

 Bangladesh Education board has published SSC Form fill-up Notice 2021. SSC Exam date of all education boards of Bangladesh. SSC form fill up will start on April 1, there will be no test this year. The process of the online form fill up for the SSC exam of 2021 is going to start on April 1. Students will able to fill-up the form till April 7 without any let-fine. The form can fill online from April 10 to April 14 with a delay fee. The Dhaka Board also said that the SSC selection Test will not be held this year due to the coronavirus epidemic.

This information has given in the notification of filling the SSC examination form issued by the Dhaka Board on Sunday (March 21).





However, a possible list of students will publish on March 28 on the website of the Dhaka Board. Students wishing to participate in the SSC exam will able to fill up the online form from the probable list from April 1 to April 7 without any delay fee. The deadline for online fee submission will be April 8.


Students list will publish on 28 March 2021 on Dhaka Education Board Website.


Certainly, the SSC form can be filled from April 10 to April 15 with a delay fee. The fee can submit by April 15 with a delay fee of Taka 100 per student.


SSC Form fill-up Notice 2021SSC Form fill-up Notice 2021SSC Form fill-up Notice 2021SSC Form fill-up Notice


 

SSC Exam Online Form Fill up

Most importantly, Unsuccessful candidates in the 2020 exam, including GPA development candidates who want to participate in the SSC exam in 2021, have asked to apply on a white paper along with the head of their institution by April 1.


The board further said that the selection test will not be held due to Coronavirus overdose.


However, the Dhaka Board of Secondary and Higher Secondary Education has asked the institutions to charge a maximum of Tk 1,970 for filling up SSC forms from science students, a maximum of Tk 1,850 from business education candidates, and a maximum of Tk 1,850 from humanities students.

Exam Date, Routine

SSC exam fee from students is Taka 100 per letter, the practical fee is Taka 100 per letter, academic transcript fee is Taka 35 per examinee, Taka 100 per student for an original certificate, Taka 15 for Boy Scout and Girl Guide fee and National Education Week fee 5 Taka has fixed for each candidate.


However, the education board has published SSC short syllabus 2021 for the final exam. Here we will update the SSC exam routine and exam date 2021. The most probable SSC exam date is 1 May 2021.


Besides, in the case of irregular students, an irregular fee of Taka. 100 per student has fixed. Besides, the enrollment fee for GPA development candidates has fixed at Taka 100.

Finally, we are at the last stage of the SSC Form fill-up notice 2021. The detailed process of filling up the SSC exam form has highlighted in the notification. The notification for filling up the form make available to the readers.

Bngladesh Education Board, Form Fill up, SSC Exam Notice

Read more...

Saturday, March 20, 2021

কলারদোয়ানিয়া ইউনিয়নে দফাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে জুয়া খেলার টাকা তোলায় সহযোগিতা সহ নানা অনিয়মের অভিযোগ।

2 comments

 কলারদোয়ানিয়া ইউনিয়নে দফাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে জুয়া খেলার টাকা তোলায় সহযোগিতা সহ নানা অনিয়মের অভিযোগ।

গতকাল ২০ মার্চ রোজ শনিবার, দফাদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগের দায়ে মেদারহাট পুলিশ আসেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার জনাব মনির। এছাড়াও এলাকার প্রায় ২০০ জন এর অধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।


তার বিরুদ্ধে নানা অনিয়মের মধ্যে উল্লেখযোগ্য অভিযোগঃ

১। তাস♠ বা জুয়ার টাকা আদায়ে সহযোগিতা।

২। টাকার বিনিময়ে অন্যের উপর নির্যাতন করা।

৩। ৬০ বছের বেসি বয়সী লোকের উপর অমানবিক নির্যাতন।

৪। এলাকায় বিভিন্ন চুরির কাজে সহযোগিতার অভিযোগ করা হয়।

অভিযোগের ভিত্তিতে থানার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা এলাকাবাসীর সাক্ষ্য নেন। এলাকার ভুক্তভোগী জনসাধারণ দফাদারের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাদের নাম লিপিবদ্ধ করেন। এলাকাবাসী সঠিক বিচারের আশা করেন এবং সঠিক বিচারের জন্য তারা দায়িত্বশীল আইন কর্মকর্তাকে সহযোগিতা করবেন।

Read more...

Sunday, March 14, 2021

এখন থেকে MATS থেকে পাশ করা ডিপ্লোমা(DMF) চিকিৎসকদের BMDC ওয়েবসাইটে যাচাই করা যাবে।

0 comments

 

বাংলাদেশের চিকিৎসা খাতে ডিপ্লোমা (DMF) চিকিৎসকদের ভুমিকা অপরিসীম।  সুনামের সাথে তারা মানুষের চিকিৎসা দিয়ে আসছেন। MATS থেকে পাশ করা  ডিপ্লোমা(DMF) চিকিৎসকদের সনদ প্রধান করা হলেও সাধারণ মানুষ তা যাচাই করতে পারতেন না।কারন অনলাইনে DMF চিকিৎসক দের রেজিষ্ট্রেশন যাচাই করা যেত না। এখন থেকে সাধারণ মানুষ BMDC  ওয়েবসাইট থেকে  সঠিক /ভুয়া DMF চিকিৎসকদের যাচাই-বাছাই করা যাবে। 

রেজিষ্ট্রেশন লিংকঃ https://www.bmdc.org.bd/platform/matsView



BMDC ওয়েবসাইটে রেজিস্ট্রার ডিপ্লোমা(DMF) চিকিৎসক এর তথ্য পাওয়া যাবে। ধন্যবাদ। 




Read more...

Friday, March 12, 2021

৫০০ পদে ২০০০০ টাকা বেতনে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি।

0 comments

৫০০ পদে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি-

 Deadline: 31 Mar 2021


#ngo jobs



Read more...

করোনা বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে: শিক্ষামন্ত্রী

0 comments

 আপডেটঃ ১২ মার্চ ২০২

শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ মার্চ খুলবে কি না তা বিবেচনাধীন: দীপু মনি




  • করোনা বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে: শিক্ষামন্ত্রী। 
  • সংক্রমণের চলমান ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে পর্যবেক্ষণের ভিত্তিতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত নেবে। সরকার বিবেচনা করবে, শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ মার্চ খুলবে নাকি পেছাবে। যদি পরিবর্তন হয়, তাহলে জানানো হবে। 

Source: 

  • https://www.prothomalo.com/education/শিক্ষাপ্রতিষ্ঠান-৩০-মার্চ-খুলবে-কিনা-তা-বিবেচনাধীন-দীপু-মনি
  •  https://www.independent24.com/details/70880
Read more...

১০-১৫ হাজার লোক রিক্রুট করব আগামী ১৫ দিনের মধ্যেঃ রাজশাহীতে রেলমন্ত্রী

0 comments

 

আগামী ১৫ দিনের মধ্যে ১০-১৫ হাজার লোক রিক্রুট করব: রাজশাহীতে রেলমন্ত্রী

 ১২ মার্চ ২০২১

‘রেলের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। মাঝে লোকবল নিয়োগের জন্য আমাদের কোনো নীতিমালা ছিল না। আমাদের প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপে সেটা আমরা করে ফেলেছি। কাজেই আমরা আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে ১০ থেকে ১৫ হাজার লোক রিক্রুট (নিয়োগ) করব।’- রেলমন্ত্রী

Source: https://www.prothomalo.com/bangladesh/district/১৫-দিনের-মধ্যে-১০-১৫-হাজার-লোক-রিক্রুট-করব-রাজশাহীতে-রেলমন্ত্রী



Read more...

ডক্টর(Doctor)পদবির তাৎপর্য"কারা ডক্টর পদবি ব্যবহার করবেন?

 ডক্টর পদবির তাৎপর্য"(Doctors Prefix)  যদিও আমি ঐ পর্যায়ের কেউ না, তবুও বর্তমান কিছু ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করে আমার শিক্ষাগুরু আর মে...

 

LearnnewsPro Copyright © 2013 Minima Template
Designed by BTDesigner Published..Blogger Templates · Powered by Blogger