Saturday, March 20, 2021

কলারদোয়ানিয়া ইউনিয়নে দফাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে জুয়া খেলার টাকা তোলায় সহযোগিতা সহ নানা অনিয়মের অভিযোগ।

 কলারদোয়ানিয়া ইউনিয়নে দফাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে জুয়া খেলার টাকা তোলায় সহযোগিতা সহ নানা অনিয়মের অভিযোগ।

গতকাল ২০ মার্চ রোজ শনিবার, দফাদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগের দায়ে মেদারহাট পুলিশ আসেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার জনাব মনির। এছাড়াও এলাকার প্রায় ২০০ জন এর অধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।


তার বিরুদ্ধে নানা অনিয়মের মধ্যে উল্লেখযোগ্য অভিযোগঃ

১। তাস♠ বা জুয়ার টাকা আদায়ে সহযোগিতা।

২। টাকার বিনিময়ে অন্যের উপর নির্যাতন করা।

৩। ৬০ বছের বেসি বয়সী লোকের উপর অমানবিক নির্যাতন।

৪। এলাকায় বিভিন্ন চুরির কাজে সহযোগিতার অভিযোগ করা হয়।

অভিযোগের ভিত্তিতে থানার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা এলাকাবাসীর সাক্ষ্য নেন। এলাকার ভুক্তভোগী জনসাধারণ দফাদারের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাদের নাম লিপিবদ্ধ করেন। এলাকাবাসী সঠিক বিচারের আশা করেন এবং সঠিক বিচারের জন্য তারা দায়িত্বশীল আইন কর্মকর্তাকে সহযোগিতা করবেন।

Share this article :

2 comments:

Thanks for comment. We will response as soon as possible.Stay with us. Happy journey.!

ডক্টর(Doctor)পদবির তাৎপর্য"কারা ডক্টর পদবি ব্যবহার করবেন?

 ডক্টর পদবির তাৎপর্য"(Doctors Prefix)  যদিও আমি ঐ পর্যায়ের কেউ না, তবুও বর্তমান কিছু ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করে আমার শিক্ষাগুরু আর মে...

 

LearnnewsPro Copyright © 2013 Minima Template
Designed by BTDesigner Published..Blogger Templates · Powered by Blogger