বাংলাদেশের চিকিৎসা খাতে ডিপ্লোমা (DMF) চিকিৎসকদের ভুমিকা অপরিসীম। সুনামের সাথে তারা মানুষের চিকিৎসা দিয়ে আসছেন। MATS থেকে পাশ করা ডিপ্লোমা(DMF) চিকিৎসকদের সনদ প্রধান করা হলেও সাধারণ মানুষ তা যাচাই করতে পারতেন না।কারন অনলাইনে DMF চিকিৎসক দের রেজিষ্ট্রেশন যাচাই করা যেত না। এখন থেকে সাধারণ মানুষ BMDC ওয়েবসাইট থেকে সঠিক /ভুয়া DMF চিকিৎসকদের যাচাই-বাছাই করা যাবে।
রেজিষ্ট্রেশন লিংকঃ https://www.bmdc.org.bd/platform/matsView
BMDC ওয়েবসাইটে রেজিস্ট্রার ডিপ্লোমা(DMF) চিকিৎসক এর তথ্য পাওয়া যাবে। ধন্যবাদ।
0 comments:
Post a Comment
Thanks for comment. We will response as soon as possible.Stay with us. Happy journey.!